সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ , মিরপুর-১৪, ঢাকা|| Admission Fighter

সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর-১৪ ♦️ ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ থেকে ১ম ব্যাচের যাত্রা শুরু করে বর্তমানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৩৩ তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রক্রিয়াধীন। 🔷চিকিৎসাবিজ্ঞানের জনক হিপোক্রেটিস মানবদেহে চিকিৎসার জন্য দুটি পদ্ধতির কথা বলেছেন। যার একটি বিসদৃশ (Dissimilar) তথা এলোপ্যাথি আর অপরটি হলো সদৃশ (Similar)) তথা হোমিওপ্যাথি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী ডা. ক্রিশ্চিয়ান স্যামূয়েল হ্যানিম্যান ১৭৯০ সালে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে, সদৃশ চিকিৎসাপদ্ধতিই হতে পারে আরোগ্যের একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি। তিনি এর নাম দিলেন হোমিওপ্যাথি । ♻ তৎকালীন সময়ের একজন খ্যাতিমান MD ডিগ্রিধারী এলোপ্যথিক চিকিৎসক হ্যানিম্যান পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এ চিকিৎসাপদ্ধতির আবিষ্কারের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বে এক নতুন যুগের সূচনা করলেন। পরবর্তীকালে খ্যাতিমান অসংখ্য বিজ্ঞানীর অংশগ্রহণ এবং গবেষণার মাধ্যমে এ পদ্ধতি আরো সমৃদ্ধ হয়ে ওঠে। যার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘হোমিওপ্যাথি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি' আবিষ্কারের জন্য সুইডশ পার্লামেন্ট গ্রিসের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডা. জ...