CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) প্রথমবর্ষের ভর্তি আবেদন ১৫ জুন থেকে শুরু হবে। জেনে নেওয়া যাক , চবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির খুঁটিনাটি বিষয়। (cu Admission Circular 2024-2025) CU Admission requirment 2024-2025 আবেদন শুরু ও শেষ : চবির cu ভর্তি আবেদন আগামী ১লা জানুয়ারি ২০২৫ সকাল ১১টা থেকে শুরু হবে। এ ভর্তি আবেদন চলবে আগামী ১৫ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবং ১৮ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ : চবিতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা বিবেচনায় কয়েক শিফটে পরীক্ষা নেওয়া হতে পারে । (cu Admission guidelines 2024-2025) আবেদন যোগ্যতা : এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে । যারা ২০২১ বা ২০২২ সালে মাধ্যমিক ও ২০২৩ বা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন , তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। (cu Admission requirement 2024-2025) ‘ এ ’ ইউনিট(CU A Unit) ...