Posts

Showing posts with the label NU First Merit List 2021-2022||NU Merit List Published||Admission Fighter

NU First Merit List 2021-2022||Admission Fighter

Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে। (see in English)  এবছর সম্মান প্রথম বর্ষে বিভিন্ন কলেজে বিভিন্ন বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ২৭ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজ ও বিভাগে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।(national University first merit list 2021-2022) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু হবে।(nu first merit list 2021-2022) এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছিলো।।(bmc, blc, rc first merit list 2021-2022) উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলেছিলো।।(nu merit list 2021-2022) মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। এজন্য যেকোন মোবাইল নাম্বার থেকে Nu<space<athn...