BUTEx Affiliated 7 College Admission Circular 2021-2022

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ৪ ( চার ) বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে লেভেল -১ এ ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা হয়েছে । BUTEx Affiliated 7 College Admission Circular 2021-2022 প্রতিটি কলেজের বিভাগ অনুযায়ী আসন সংখ্যা , ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা , আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য নিয়মাবলি নিম্নরূপঃ অধিভুক্ত কলেজসমূহ: পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , শালগাড়িয়া , পাবনা । টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , বেগমগঞ্জ , নোয়াখালী । শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , সি এন্ড বি রোড , বরিশাল । শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , আড্ডয়াকান্দি , মধুপুর বাজার , সদর , ঝিনাইদহ । ড . এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , পীরগঞ্জ , রংপুর। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , গোপালগঞ্জ। ...