BUTEx Affiliated 7 College Admission Circular 2021-2022
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ৪ ( চার ) বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে লেভেল -১ এ ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা হয়েছে । BUTEx Affiliated 7 College Admission Circular 2021-2022
প্রতিটি কলেজের বিভাগ অনুযায়ী আসন সংখ্যা , ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা , আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য নিয়মাবলি নিম্নরূপঃ
অধিভুক্ত কলেজসমূহ:
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , শালগাড়িয়া , পাবনা ।
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , বেগমগঞ্জ , নোয়াখালী ।
- শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , সি এন্ড বি রোড , বরিশাল ।
- শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , আড্ডয়াকান্দি , মধুপুর বাজার , সদর , ঝিনাইদহ ।
- ড . এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , পীরগঞ্জ , রংপুর।
- শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , গোপালগঞ্জ।
- শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , মেলান্দহ , জামালপুর।
বিভাগ অনুযায়ী আসন সংখ্যা
- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ।--৩০
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ।--৩০
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ।--৩০
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ।--৩০
প্রতিটি কলেজে উক্ত বিষয়সমূহে মোট ১২০ কি করে মোট ৯৬০ টি আসন রয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতাঃ
( ক ) আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে অথবা নাগরিকত্ব গ্রহণসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে ।
( খ ) আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২০১৮ অথবা ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি / সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে পাশ অথবা বিদেশি শিক্ষা বোর্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে ।
( গ ) আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড / কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি / সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে পাশ অথবা বিদেশি শিক্ষা বোর্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে । Textile Engineering college Admission Circular 2021-2022
এছাড়া , আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় গণিত , পদার্থ ও রসায়নে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট এবং ইংরেজিতে ৩.০০ গ্রেড পয়েন্টসহ উল্লিখিত বিষয়সমূহে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৬.৫০ থাকতে হবে ।
( ঘ ) GCE ' O ' লেভেল এবং ' A ' লেভেল পাশ প্রার্থীদের ক্ষেত্রে GCE ' O ' লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫ টি পেপারে গড়ে B এবং GCE ' A ' লেভেল পরীক্ষায় Physics . Chemistry and Mathematics এ B হেড পেয়ে পাশ করতে হবে । কোন বিষয়ে D গ্রেড গ্রহণযোগ্য হবে না ।
Equivalence Certificate প্রাপ্তির জন্য বস্ত্র অধিদপ্তরের পরিচালক ( শিক্ষা ) এর নিকট নগদ ১৫০০ ( এক হাজার পাঁচ শত ) টাকা প্রদান পূর্বক " O " লেভেল এবং ' A ' লেভেল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড , নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ মহাপরিচালক , বস্ত্র অধিদপ্তর বরাবরে ২০/০৭/২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
নিম্নবর্ণিত নিয়মাবলি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ
( ক ) পরীক্ষার বিষয় সমূহ ও নম্বরঃ
- গণিত - ৬০ ,
- পদার্থ - ৬০ ,
- রসায়ন - ৬০.
- ফাংশনাল ইংলিশ - ২০। সর্বমোট ২০০ নম্বর ।
( খ ) ভর্তি পরীক্ষা ২০২১ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে ।
( গ ) MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ।
( ঘ ) প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে , প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২ পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট ।
( ঙ ) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ ( শূন্য দশমিক পাঁচ ) নম্বর কাটা যাবে ।
( চ ) পরীক্ষার্থীদের উত্তরপত্রে ( OMR শিট ) কালো কালির বলপেন দিয়ে পূরণ করতে হবে । ভর্তি পরীক্ষার রোল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে । পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে ।
( ছ ) ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর , ইলেকট্রনিক সিম , কোন ধরনের ঘড়ি , ডিভাইস যুক্ত কলম , মোবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না ।
( জ ) কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ঃ
- আবেদন শুরু : ০৫/০৭/২০২২ খ্রিঃ সকাল ১০:০০ টা।আ
- বেদন শেষ : ০৭/০৮/২০২২ খ্রিঃ রাত ১১:৫৯ টা।
- পরীক্ষা :
- রেজাল্ট :
- আবেদন ফি : ১০০০৳
- আবেদন ও পেমেন্ট পদ্ধতি : এখানে ক্লিক করুন।
প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়নঃ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে । প্রার্থীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে । আসন শূন্য থাকা সাপেক্ষে কলেজ ভিত্তিক অপক্ষেমান তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তিকৃত ছাত্র - ছাত্রীদের মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে । BUTEx Affiliated textile engineering college admission requirements 2021-2022
সংরক্ষিত আসনঃ প্রতিটি কলেজে নির্ধারিত আসনের অতিরিক্ত মুক্তিযোদ্ধা কোটায় ০২ টি এবং ক্ষুদ্র নৃ - গোষ্ঠী কোটায় ০১ টি সহ মোট ০৩ টি আসন সংরক্ষিত থাকবে । উক্ত কোটাসমূহে ভর্তির উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে আসন শূণ্য থাকবে । সংরক্ষিত আসনের জন্য ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে ভর্তির সময় অবশ্যই ক্ষুদ্র নৃ - গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে ক্ষুদ্র নৃ - গোষ্ঠী মর্মে প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক প্রদত্ত মূল সার্টিফিকেট দেখাতে হবে এবং এর সত্যায়িত কপি দাখিল করতে হবে ।সংরক্ষিত আসনের প্রার্থীদেরও ভর্তি পরীক্ষার যথারীতি অংশগ্রহণ করতে হবে এবং মেধা ভিত্তিক নির্বাচন করা হবে. Textile College Admission Circular 2021-2022.
আবেদন ফিঃ আগ্রহী আবেদনকারী ১০০০ / - ( এক হাজার ) টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবেন ।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।--- Admission Fighter
ই-মেইল ঃmdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।
Comments
Post a Comment
Don:t Share Any Link