BUTEx Affiliated 7 College Application Process 2021-2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ৪ ( চার ) বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে লেভেল -১ এ ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা হয়েছে । অধিভুক্ত কলেজসমূহে আবেদন প্রক্রিয়া নিম্নরূপ:


ভর্তির আবেদন প্রক্রিয়াঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dot.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন ।butex affiliated college Admission test2021-2022


অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৫/০৭/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ টা ।


অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ০৭/০৮/২০২২খ্রিঃ তারিখ , রাত- ১২.০০ টা ।

 উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত আবেদনকারীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস - এ পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনকারীগণ অনলাইনে আবেদনপত্রে কলেজ পছন্দক্রম ও পরীক্ষা কেন্দ্র উল্লেখ করতে হবে । অনলাইন আবেদনপত্রে পরীক্ষার্থীর রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ ) pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ X গ্রস্থ ৮০ ) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ।ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৬০ kb হতে হবে ।

অনলাইন আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে , সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।BUTEx Affiliated College Application Process 2021-2022

প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং লিখিত পরীক্ষার সময় এক কপি জমা দিবেন । Textile College Admission Circular 2021-2022


SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করে । নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID , ছবি এবং স্বাক্ষরযুক্ত ১ টি Applicant's Copy পাবেন । উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন । Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে । textile college admission process 2021-2022


User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre - paid mobile নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি বাবদ ১০০০ / - ( এক হাজার ) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন । বিশেষভাবে উল্লেখ্য , Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না । প্রথম SMS : DOT < space > User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে । Example : DOT ABCDEF Reply : Applicant's name . Tk . 1000 will be charged as application fee . Your PIN is XXXXXXXX . To pay fee Type DOT < space > Yes < space > PIN and send to 16222 নম্বরে । দ্বিতীয় SMS : DOT < space > YES < space > PIN লিখে Send করতে হবে । 6222 নম্বরে । Example : DOT YES XXXXXXXXX Reply : Congratulations Applicant's name . payment completed successfully for B.Sc admission of DOT . User ID is ( ABCDEF ) and password ( XXXXXXXXX ) ড . আবেদন ফি জমা দেওয়ার পর থেকে প্রার্থী User ID এবং Password ব্যবহার করে পরবর্তী রোল নম্বর , ছবি , পরীক্ষার তারিখ , সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র Download পূর্বক Print ( রঙিন ) করতে পারবেন । প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করবেন ।  Online এ আবেদন করতে কোন সমস্যা হলে vas.query @ teletalk.com.bd এ ই - মেইল করুন অথবা টেলিটকের কাস্টমার কেয়ার ( ১২১ ) নম্বরে অথবা অন্য যে কোন অপারেটর থেকে 01500-121121 নম্বরে রাত দিন ২৪ ঘণ্টা যোগাযোগ করা যেতে পারে





স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।- Admission Fighter 


ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter