
Subject Review -Chemistry বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চমাধ্যমিক শেষ করার পর শিক্ষার্থীরা দ্বিধা-দ্বন্দে ভূগে। রসায়নের ভবিষ্য়ত পড়াশুনা ও চাকরি ক্ষেত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। রসায়ন সাবজেক্ট রিভিউ রসায়ন যদি তোমার প্রথম পছন্দ হয় , তাহলে নিজেকে তৈরি করে নাও মানসিক ভাবে। কারণ , রসায়নে পড়তে হয় বিভিন্ন রকমের পদার্থ , তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম , তারা কী ভাবে একে অপরের সঙ্গে মিশে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি করে , যদি নতুন কোনও পদার্থ তৈরি করে তা হলে সেই পদার্থটির ধর্ম কী ইত্যাদ। পাশাপাশি একটি রাসায়নিক বিক্রিয়া কী ভাবে সংঘটিত হবে , পর্যায় সারণিতে কোন মৌলের অবস্থান কোথায় , তাদের ধর্ম , মৌলগুলির আন্তঃসম্পর্ক রসায়ন শাস্ত্রের এই প্রথম ধাপগুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা তোমার থাকাটা বাঞ্ছনীয়। ( Subject Review -Chemistry ) বিভিন্ন ধরনের মৌল অনেকের কাছেই বিষয়টি খুব বোরিং মনে হলেও ভেবে দেখ , সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা কিছু ব্যবহার করি , তা সবই তো রাসায়নিক। সে টুথপেস্ট হোক , খাবারদাবার হ...