যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২.||JUST Admission Circular 2021-2022||Admission Fighter
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২.
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ২০০৭ সালে প্রতিষ্ঠিত যশোর জেলা শহরের প্রাণকেন্দ্রের স্বাধীনতা সড়কের পাশে অবস্থিত ৩৫ একর আয়তন বিশিষ্ট একটি সরকারি বিশ্ববিদ্যালয়।
![]() |
JUST Admission Circular 2021-2022 |
গুচ্ছ (GST) ভুক্ত ভর্তি পরীক্ষা ২০২২ এ উত্তীর্ণ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা এই লিংকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন ।
বিশ্ববিদ্যালয়টি হতে বিভিন্ন বিষয়ে স্নাতক প্রোগ্রামের আওতায় চার বছর মেয়াদি স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) ও পাঁচ বছর মেয়াদি বি . ফার্ম (প্রফেশনাল) ও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (প্রফেশনাল) ডিগ্রি প্রদান করা হয়।
আবেদন করার সাধারণ
যোগ্যতা ও শর্তাবলী :
প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে । তবে বিদেশি একদেরকে এ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের (ISC) মাধ্যমে আবেদন করতে হবে । (JUST Admission Circular 2021-2022)
GST ভর্তি পরীক্ষা ২০২২- এর A ইউনিটে ফলাফলপ্রাপ্তরা (উত্তীর্ণ) বিজ্ঞান ও প্রযুক্তি , জীববিজ্ঞান ও প্রযুক্তি , ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি , বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ।
তবে যেকোনো ইউনিটে ফলাফশপ্রাপ্ত শিক্ষার্থীগণ কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ।
A ইউনিট ভূক্ত বিষয় সমুহ এবং
সাধারণ আসন:
Faculty of Engineering and Technology
- Biomedical Engineering
- Chemical Engineering
- Computer Science and Engineering
- Electrical and Electronic Engineering
- Industrial and Production Engineering
- Petroleum and Mining Engineering
- Textile Engineering
Faculty of Applied Science and Technology
- Agro Product Processing Technology
- Climate and Disaster Management
- Environmental Science and Technology
- Nutrition and Food Technology
- Faculty of Biological Science and Technology
- Fisheries and Marine Bioscience
- Genetic Engineering and Biotechnology
- Microbiology
- Pharmacy
Faculty of Health Science:
- Nursing and Health Science
- Physical Education and Sports Science
- Physiotherapy and Rehabilitation
Faculty of Science:
- Chemistry
- Mathematics
- Physics
চূড়ান্ত মেধাতালিকা: আবেদনকারীদের GST গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর , এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং বিভাগসমূহের নির্ধারিত শর্তসমূহের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে । এক্ষেত্রে এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ - কে ২ দ্বারা গুণ করা হবে ।
(JUST Admission Circular 2021-2022)
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:
চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ: Will Be Announced.
চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ:Will Be Announced.
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:Will Be Announced.
গুচ্ছ ভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের
ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
- খুলনা বিশ্ববিদ্যালয়।
- ইসলামী বিশ্ববিদ্যালয়।
- বরিশাল বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।
Comments
Post a Comment
Don:t Share Any Link