Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির (Khulna University Admission Circular 2024-2025) নিয়মাবলী:

KU Admission Circular 24-25

A Unit

         স্কুল (School)

ডিসিপ্লিন (Discipline)

 

স্থাপত্য (Architecture)

 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

বিজ্ঞান, প্রকৌশল

নগর গ্রামীণ পরিকল্পনা (URP)

প্রযুক্তিবিদ্যা

ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE)

Science, Engineering

গণিত (Mathematics)

& Technology (SET)

পদার্থবিজ্ঞান (Physics)

 

রসায়ন (Chemistry)

 

পরিসংখ্যান (Statistics)

 

আবেদনের যোগ্যতা:

খুলনা বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞান, প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের (KU Admission Requirement 2024-2025) অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৮টি ডিসিপ্লিনে / বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য উপযুক্ত ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে(Ku a unit admission test 24-25) । প্রার্থীকে-

) ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান 2nd Timer eligible পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

) এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে .০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ .০০ (৪র্থ বিষয়সহ) পেতে হবে।

) GCE O-Level এবং A-Level উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A-Level পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে। KU Admission Circular 24-25

KU A Unit Admission Circular 24-25


B Unit

         স্কুল (School)

ডিসিপ্লিন (Discipline)

 

ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি (FWT)

 

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (BGE)

 

এগ্রোটেকনোলজি (AT)

জীব বিজ্ঞান

ফার্মেসী (Pharmacy)

 

এনভায়রনমেন্টাল সায়েন্স (ES)

 

সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (SWE)

 

ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (FMRT)

 

আবেদনের যোগ্যতা:

খুলনা বিশ্ববিদ্যালয়-এর জীব বিজ্ঞান স্কুলের Khulna University Admission Test 2024-2025 অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে 7টি ডিসিপ্লিনে / বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য উপযুক্ত ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে KU B Unit Admission Circular 24-25। প্রার্থীকে-

) প্রার্থীকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে .০০ এর স্কেলে সর্বমোট জিপিএ .০০ পেতে হবে। ২০২১ অথবা ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ . থাকতে হবে।

) প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথক ভাবে ন্যূনতম জিপিএ .৫০ এবং ইংরেজীতে ন্যূনতম জিপিএ .০০ থাকতে হবে।

) GCE O-Level এবং A-Level উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে গড়ে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A-Level পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে পৃথক ভাবে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে। Khulna University Admission Circular 24-25

 

KU B Unit Admission Circular 24-25

C Unit

স্কুল (School)

ডিসিপ্লিন (Discipline)

Subject wise Minimum Grade

 

বাংলা (Bangla)

HSC পরীক্ষায় বাংলা বিষয়ে .০০

কলা মানবিক

ইংরেজি (English)

 

 

ইতিহাস সভ্যতা (HC)

 

 

অর্থনীতি (Econ)

 

সামাজিক বিজ্ঞান

সমাজবিজ্ঞান (SOC)

HSC পরীক্ষায় ইংরেজি

 

ডিভেলপমেন্ট স্টাডিজ (DS)

বিষয়ে .০০

 

গণযোগাযোগ সাংবাদিকতা (MCJ)

 

আইন

আইন (Law)

 

শিক্ষা

 শিক্ষা (IER)

 

 

ড্রইং এন্ড পেন্টিং (DP)

 

চারুকলা

প্রিন্ট মেকিং (PM)

বিষয়ভিত্তিক নূন্যতম

 

ভাস্কর্য (Sclapture)

গ্রেড নেই

 

আবেদনের যোগ্যতা:

খুলনা বিশ্ববিদ্যালয়-এর কলা মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের Khulna University Admission Requirement 2024-1025 অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১২টি ডিসিপ্লিনে বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য উপযুক্ত ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে KU C Unit Admission Requirement 2024-2025। প্রার্থীকে-

) ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান 2nd Timer eligible পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

) ভর্তিচ্ছু প্রার্থীকে যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ .৫০ পেতে হবে। তবে চারুকলা স্কুলের জন্য এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম .০০ পেতে হবে।

) IGCSE/O Level এবং IAI/GCE A Level প্রার্থীর ক্ষেত্রে ২০২৩ ২০২৪ সালে উত্তীর্ণ IAI/GCE A Level পরীক্ষায় অন্তত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত IGCSE/O Level পরীক্ষায় অন্তত ০৫ (পাঁচ) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের IGCSE/O Level এবং IAI/GCE A Level মোট ০৭ (সাত) টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম C Grade থাকতে হবে। Khulna University Admission Circular 24-25

KU C Unit Admission Circular 24-25


D Unit

         স্কুল (School)

ডিসিপ্লিন (Discipline)

ব্যবস্থাপনা

ব্যবসায় প্রশাসন( BAD)

ব্যবসায় প্রশাসন

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট(HRM)

 

আবেদনের যোগ্যতা:

খুলনা বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায় প্রশাসন স্কুলের Khulna University Admission Requirement 2024-1025 অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১২টি ডিসিপ্লিনে ৪ বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য উপযুক্ত ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে KU D Unit Admission Requirement 2024-2025। প্রার্থীকে-

) বিজ্ঞান, বানিজ্য এবং কলা মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীগণ D-ইউনিট এর ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে।

() যারা ২০২৪ বা ২০২৩ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথবা ২০২৪ বা ২০২৩ সালে GCE/O-Level পরীক্ষায় ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হয়েছে অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু তারাই '' বা '' বা '' এর শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

() প্রার্থীর এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ .০০ এবং এসএসসি/সমমানের পরীক্ষায়

ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট .৫০ থাকতে হবে।

 

() প্রার্থীর GCE/O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে এবং GCE/A-Level লেভেল পরীক্ষায় ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।

() প্রার্থীর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ .০০ এবং এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট .৫০ থাকতে হতে হবে।

() GCE 'O' Level 'A' Level পরীক্ষায় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

KU D Unit Admission Circular 24-25

সকল স্কুলের ক্ষেত্রেঃ

* সংরক্ষিত আসনে কোন প্রার্থী না পাওয়া গেলে সাধারন আসন থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসন পূরণ করা হবে।

* মুক্তিযোদ্ধার পোষ্য সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে।

* বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উপযুক্ত প্রার্থীদের জন্য স্কুলে অতিরিক্ত ০১ (একটি) আসন

সংরক্ষিত থাকবে।


স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ইমেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।


 


Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter