চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(CU Admission Test 24-25) A 2 Z মানবন্টন: 
চবিতে কোন ইউনিটে কোন বিষয়ে পরীক্ষা- 

 ‘এ’ ইউনিট ( CU A Unit admission requirements 24-25) বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১৫, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে। Chittagong University Admission Circular 24-25 . 
পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

‘বি’ ইউনিট (CU B Unit Admission requirements 24-25) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। আলাদাভাবে ও পাশ করতে হবে৷ বাংলায় ৭, ইংরেজিতে ৬, সাধারণ জ্ঞানে ১৩ পেতে হবে কমপক্ষে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন আসে, এই বইটা ভালোভাবে পড়লে অনেক প্রশ্ন হুবহু কমন পাবা। 


 ‘বি-১’ উপ ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত বিভাগ বি-১ উপ ইউনিটের অধীন। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ২৫, ইংরেজি - ২৫ , সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

 ‘সি’ ইউনিট ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবন্টন : ইংরেজি - ৪০ জেনারেল ম্যাথ - ৩০ আই-কিউ - ৩০ পাশ নাম্বার : জেনারেল ম্যাথে কমপক্ষে ১০ পেতে হবে, আই-কিউ তেও কমপক্ষে ১০ পেতে হবে৷। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। 

 ‘ডি’ ইউনিট সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটের। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা - ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ( IQ) - ২০, সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। 

 ‘ডি-১’ উপ ইউনিট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫। 
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা : A unit: ( সাইন্স) ১. SSC+ HSC মোট পয়েন্ট - ৮.৫০ ২. আলাদা ভাবে SSC তে ৪.০০, HSC তে ৩.৫০ করে পেতে হবে। মোট আসন সংখ্যাঃ ১১২৩ টি B Unit, B1 & B2 ইউনিট: (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের সকল স্টুডেন্টদের জন্য) (১) বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ এর জন্য SSC+HSC - মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে। (২) মানবিকের ক্ষেত্রে SSC+ HSC মোট পয়েন্ট ৭.০০ এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.০০ পয়েন্ট করে পেতে হবে। আসন সংখ্যাঃ B UNIT - ৮৯৬ টি & B1 UNIT - ১২৫ টি B2 UNIT - ৩২৫ টি C Unit: ( বিজনেস স্টাডিজ ইউনিট) ( মানবিক ও কমার্সের স্টুডেন্টদের জন্য) (১) এসএসসি ও এইচএসসি মিলে মোট ৭.৫০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে। বিজ্ঞান এর জন্য : এসএসসি ও এইচএসসি মিলে মোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে। আসনসংখ্যাঃ ৬৪০ টি মানবন্টন : ইংরেজি - ৪০ জেনারেল ম্যাথ - ৩০ আই-কিউ - ৩০ , পাশ নাম্বার : জেনারেল ম্যাথে কমপক্ষে ১০ পেতে হবে, আই-কিউ তেও কমপক্ষে ১০ পেতে হবে৷ D Unit: (সাইন্স, কমার্স, আর্টসের স্টুডেন্টদের জন্য) (১) সায়েন্স, কমার্স, আর্টস সকলের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৮.০০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্ট পেতে হবে। আসনসংখ্যাঃ ৮৬২ টি D1 UNIT - ( শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সাইন্স বিভাগ) সকল গ্রুপের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা। SSC + HSC মোট জিপিএ - ৬.০০। আলাদা - ২.৫ করে। সিট - ৪০ টি। কোন ইউনিটের পরীক্ষা কবে : A UNIT : ১ মার্চ ২০২৫ ( শনিবার) B UNIT : ৮ মার্চ ২০২৫ ( শনিবার) B1 UNIT : ১০ মার্চ ২০২৫ ( সোমবার) B2 UNIT : ১১ মার্চ ২০২৫ ( মঙ্গলবার) C UNIT : ১৫ মার্চ ২০২৫ ( শনিবার) D UNIT : ২২ মার্চ ২০২৫ ( শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আর কি কি জানতে চাও কমেন্টে জানাও। আর কোন বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য জানতে চাও?

Comments

Most Viewed

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 || খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ ||Admission Fighter