DU Affiliated 7 College Science Unit Admission Date 2021-202||Admission Fighter
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ১২/০৮/২০২২ তারিখ শুক্রবার সকাল ১১.০০ টা হতে দুপুর ১২.০০ টার পরিবর্তে বিকেল ৩.৩০ মিনিট হতে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধিভুক্ত সরকারি সাত কলেজ ভর্তি কমিটির আহ্বায়ক।(du 7 College)
কেননা একই দিনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ( বুটেক্স ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। তাই সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
![]() |
সংযুক্ত নোটিশ |
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com
Comments
Post a Comment
Don:t Share Any Link