BUTEx Application Process||BUTEx Admission 2021-2022

  বুটেক্সের ভর্তি আবেদন কিভাবে করবো??

বুটেক্সের ভর্তি আবেদন টেলিটক সিমে এসএমএসের মাধ্যমে করতে হবে।  Butex Application Process 2021-2022


এসএমএস করার পদ্ধতিঃ


টেলিটক সিমের ম্যাসেজ অপশনে যেয়ে BUT<স্পেস>HSC শিক্ষাবোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>HSC পরীক্ষার রোল নম্বর<স্পেস>HSC পাসের সাল<স্পেস>SSC শিক্ষাবোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>SSC পরীক্ষার রোল নম্বর<স্পেস>SSC পাসের সাল >>>>> 16222 নম্বরে পাঠাতে হবে।  (BUTEx Application Process 2021-2022)


উদাহরণঃ BUT DHA 123456 2021 DHA 654321 2019 >> Send it to 16222


এরপর ফিরতি এসএমএসে একটি পিন আসবে। এরপর -


BUT<স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মোবাইল নাম্বার লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।


উদাহরণঃ BUT YES 87654321 01_____ then send it to 16222


এই প্রসেসের ক্ষেত্রে টেলিটক সিমে অবশ্যই ১০১৫ টাকা রাখতে হবে। এসএমএস বাবদ ৩+৩=৬ টাকা এবং ১০০০ টাকা আবেদন ফি হিসেবে কাটবে।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter