প্রযুক্তি ইউনিট,ঢাবি || DU Affiliated Technology Unit |Admission Fighter.
প্রযুক্তি ইউনিট ঢাবি
প্রযুক্তি ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ / ইনস্টিটিউট-এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে।
অধিভুক্ত সরকারি কলেজসমূহ হলো:
- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ,
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ,
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট / কলেজসমূহ হলো:
- ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ( নিটার ) , সাভার , ঢাকা ,
- শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , মোহাম্মদপুর , ঢাকা ,
- কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ , ময়মনসিংহ।
অধিভুক্ত সরকারি বেসরকারি কলেজ ও ইনস্টিটিউট সমূহ হতে নিম্নক্ত বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়;
- বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ,
- সিভিল ইঞ্জিনিয়ারিং ,
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ,
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ,
- ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ,
- ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:
- আবেদন শুরু: ১৫ ই জুলাই ।
- আবেদন শেষ: ৮ ই আগস্ট।
- আবেদন ফি: ৭০০৳
- পরীক্ষার তারিখ: ২রা সেপ্টেম্বর।
- আবেদন করুন: এখানে
আবেদনের যোগ্যতা:
ভর্তি ইচ্ছুক প্রার্থীর ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের / উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান / কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IAL / A - Level বা সমমানের বিদেশী ডিগ্রিধারী থাকতে হবে । IGCSE / O - Level এবং IAL / A - Level বা বিদেশী ডিগ্রীধারীদেরকে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত লিংক ব্যবহার করে সমতা নিরূপন করতে হবে । প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪ র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ - দ্বয়ের যোগফল হতে হবে ন্যূনতম ৬.৫০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে । প্রার্থীর উচ্চমাধ্যমিক / সমমান পরীক্ষায় পদার্থ , রসায়ন , ও গণিত বিষয় থাকতে হবে ।
পরীক্ষার পদ্ধতি:
ভর্তি পরীক্ষায় এমসিকিউ ( MCQ ) পদ্ধতিতে মোট ১২০ টি প্রশ্নের জন্য মোট ১২০ নম্বর।
- পদার্থ -৩৫ ,
- রসায়ন -৩৫ ,
- গণিত -৩৫ ,
- ইংরেজী -১৫।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।
Comments
Post a Comment
Don:t Share Any Link