কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২০২২||Admission Fighter

 বাংলাদেশের সরকারি আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে | কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।



কৃষি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহ হলো:

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , ময়মনসিংহ ।
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় , গাজীপুর।
  3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় , ঢাকা।
  4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী।
  5. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম।
  6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় , সিলেট।
  7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় , খুলনা |
  8.  হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় , হবিগঞ্জ।


গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:


  • আবেদন শুরু:১৭ ই জুলাই ২০২২।
  • আবেদন শেষ:১৬ ই আগস্ট ২০২২।
  • আবেদন ফি: ১২০০৳ ( চার্জ ব্যতীত) 
  • পরীক্ষার তারিখ: ১০ ই সেপ্টেম্বর ২০২২।
  • পরীক্ষার সময়: ১১:৩০ হইতে ১২:৩০ পর্যন্ত।
  • আবেদন করুন: এখানে.


 আবেদনের ন্যূনতম যোগ্যতা :

২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি / সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি / সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান , রসায়ন , পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে , কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে । আবেদনকারীর এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে । জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫ টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে । উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে । এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে ।



মোট আসন সংখ্যা:

  • BAU - 1116
  • BSMRAU - 360
  • SBAU - 908
  • PSTU - 440
  • CVASU - 245
  • SAU - 431
  • KAU - 380
  • HAU - 90


করে সর্বমোট 3539 কি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


কেন্দ্র:

নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যতিত অবশিষ্ট সাতটি বিশ্ববিদ্যালয়ের একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। (আবেদনকারীকে কেন্দ্রের পছন্দক্রম প্রদান করতে হবে)


ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয়:

  • ইংরেজিতে ১০,
  • প্রাণিবিজ্ঞানে ১৫,
  • উদ্ভিদবিজ্ঞানে ১৫,
  • পদার্থবিজ্ঞানে ২০,
  • রসায়নে ২০, 
  • গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে । 


প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।






 মেধা স্কোর মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে । ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি / সমমানের জন্য ২৫ এবং এইচএসসি / সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।


স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter