Cluster Agricultural University Admission Test Circular 2022-2023 ।। কৃষি গুচ্ছ ২০২২-২০২৩।।Admission Fighter

 

Cluster Agricultural University Admission Test 2022-2023

মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ কৃষি প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আটটি কৃষি বিশ্ববিদ্যালয় (কৃষি গুচ্ছ-২০২৩) প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের কৃষিশিক্ষা গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ এসব কৃষি বিশ্ববিদ্যালয়গুলো । কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী এই আটটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ (Cluster Agricultural University Admission Test-2023) শিক্ষাবর্ষে স্নাতক ১ম  বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন যোগ্যতা ও শর্তাবলি নিম্নরুপ:


Cluster Agricultural University Admission Test 2022-2023


 

আবেদনের নূন্যতম যোগ্যতা:

v(SSC - 2018/2019/2020) ও (HSC - 2021/2022) এর পরীক্ষার্থী হতে হবে । (বিজ্ঞান বিভাগ)

v উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, গনিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান সহ উত্তীর্ন হতে হবে ।

v উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতিত নূন্যতম জিপিএ-৪.০০ এবং মোট জিপিএ-৮.৫০ হতে হবে ।

 

Important Dates:

Application Starts: 8th June, 2023

Application Ended: 10th July, 2023

Application Fee: 1200/=

To Apply: Click here

Date Of Exam: 5th August, 2023

 

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কেন্দ্র ৮ টি।

 কেন্দ্রগুলো হলোঃ

 

▪️বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (ময়মনসিংহ বিভাগের চার জেলার জন্য এটি কেন্দ্র হিসেবে প্রথম চয়েস থাকবে) (BAU Admission Circular 2023)

▪️শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা ও ঢাকার আশেপাশে যারা থাকবে তাদের জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র হিসেবে প্রথম প্রাধান্যে থাকবে) (SBAU Admission Circular 2023)

▪️সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,সিলেট (সিলেট বিভাগের চার জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটি কেন্দ্র হিসেবে প্রথম প্রাধান্যে থাকবে)। (SAU Admission Circular 2023)

▪️হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ (হবিগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকা প্রাধান্য পাবে) (HAU Admission Circular 2023)

▪️বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ঢাকা (গাজীপুর  ও টাঙ্গাইল এর যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটি কেন্দ্র হিসেবে প্রথম প্রাধান্যে থাকবে) (BSMRAU Admission Circular 2023)

▪️চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (চট্টগ্রাম বিভাগের ৮ টি জেলার যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটি কেন্দ্র হিসেবে প্রথম প্রাধান্যে থাকবে) (CVASU Admission Circular 2023)

▪️খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ( খুলনা বিভাগের অন্তর্গত জেলাগুলো থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটি কেন্দ্র হিসেবে প্রথম প্রাধান্যে থাকবে)(KAU Admission Circular 2023)

▪️পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী (বরিশাল বিভাগের অন্তর্গত জেলাগুলো থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটি কেন্দ্র হিসেবে প্রথম প্রাধান্যে থাকবে)(PSTU Admission Circular 2023)


Cluster Agricultural University Admission Test 2022-2023


 

ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

📛কৃষি গুচ্ছের জিপিএ'র ৫০ মার্কস যেভাবে কাউন্ট করতে হবে 📛

এসএসসির ক্ষেত্রে - (প্রাপ্ত মোট নম্বর÷১০৫০)×২৫

এইচএসসির ক্ষেত্রে - (প্রাপ্ত মোট নম্বর÷১১০০)×২৫

 

⛔️ SSC Total Mark ⛔️

 

শারীরিক শিক্ষা, ক্যারিয়ার  শিক্ষা, অপশনাল সাবজেক্ট বাদে  ১০৫০ মার্কে

 

⛔️ HSC Total Mark ⛔️

 

অপশনাল সাবজেক্ট বাদে ১১০০ মার্কে

 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

 

-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com

 

 

 

Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter