গনিত সাব্জেক্ট রিভিউ || গনিতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা || Mathematics Subject Review

গনিত সাব্জেক্ট রিভিউ: গনিতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা । (Mathematics Subject Review)



বৈজ্ঞানিক (পদার্থবিজ্ঞান, রসায়ন, জোর্তিবিদ্যা, গনিত, ইজ্ঞিনিয়ারিং ইত্যাদি) সূত্রগুলো সাধারণত গণিতের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত scientist রা গাণিতিকভাবে বিশ্লেষণ করে এসব সূত্রগুলো আবিষ্কার করে থাকেন। ইন্জিনিয়ারিং বিষয়সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি সবই গনিতের উপড় সরাসরি নির্ভরশীল।‌ এজন্য গনিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। যা ব্যতিত বিজ্ঞান নির্বাক। (Hon's life in Mathematics) 


Mathematics Subject Review 



Science & Technology - র বিভিন্ন সমস্যাগুলো Math Based হয় এবং Mathematical equation ব্যবহার করেই এগুলো সমাধান করা হয়ে থাকে। (Why we know Mathematics)



গণিতের পাঠ্য বিষয় কী বা গনিতে কী কী পড়ানো হয়?


  • প্রোগ্রামিং ভাষা  বিশ্লেষণবিষয়ক কোর্স।
  • গ্রুপ তত্ত্ব বিমূর্ত বীজগণিত।
  • টেনসর বিশ্লেষণ ।
  • বীজগণিত ,জ্যামিতি।
  • লিনিয়ার/ নন লিনিয়ার প্রোগ্রামিং।
  • রৈখিক বীজগণিত ।
  • অন্তরীকরণ সমীকরণ ।
  • ম্যাথমেটিক্যাল জীববিজ্ঞান ।
  • প্রবাহ বলবিদ্যা ইত্যাদি।

গবেষণামূলক প্রতিবেদন তৈরি করা সহ প্রকৌশল বিষয় পড়তে হয় এবং আন্তর্জাতিক মানের গবেষণা করতে হয়। (সাবজেক্ট রিভিউ গণিত)


Higher Education in Math:


BSc শেষে তুমি পৃথিবীর Top Ranked University থেকে MSc/PhD র জন্য আবেদন করতে পারবে। অনেকেই জানো বিদেশে Masters /PhD করার জন্য GRE/IELTS নামক একটা টেস্ট দিতে হয়। এই পরীক্ষার 50% প্রশ্নই Maths Related হয়ে থাকে। গণিতে দক্ষতা থাকলে GRE এর Quantitative এবং Integrated reasoning part খুব দ্রুত নির্ভুলভাবে সমাধান করতে পারবে। গণিতে BSc সম্পন্ন করার পর তুমি অনেকগুলো বিষয়কে MSc এর জন্য বেছে নিতে পারবে।


Mathematics পড়ে তুমি খুব সহজেই উচ্চশিক্ষার জন্য দেশ এবং বিদেশে Scholarship সহ পড়াশোনা করতে পারবে। Mathematics এ আন্ডারগ্রাজুয়েট যে কেউ চাইলেই Physics, Astronomy, ICT, CSE, EEE, Applied Science সহ বিভিন্ন বিষয়ে MSc করতে পারেন। অর্থাৎ গণিতে উচ্চশিক্ষার জন্য রয়েছে এক বিশাল ক্ষেত্র। (Mathematics Subject Review)



গণিতে উচ্চ শিক্ষার জন্য কিছু

 ফিল্ড উল্লেখ করা হল:


১. Financial Mathematics : এটি বর্তমানে গনিতে Graduate জন্য অন্যতম জনপ্রিয় একটা ক্ষেত্র। এই Sector এ ভালো করতে গাণিতিক দক্ষতা খুব সহায়তা করবে। যদি কেউ ভালো বেতনের Job পেতে চায়, তাদেরকে অবশ্যই Mathematics এ অনার্স বা BSc সম্পন্ন করে এই field এ আসার সুযোগ রয়েছে। (গণিতে পড়ে জব)


২. Actuary: গণিতবিদদের বিভিন্ন বীমা কোম্পানিতে actuarial scientist হিসেবে কাজের রয়েছে Huge সুযোগ।


৩. Business Analytics : বিভিন্ন University তে Business Analytics বিষয়টি MSc এ পড়ানো হয়। West country এর টপ 10 Highest Paid Job এ Data Science অন্যতম। BSc এর বিভিন্ন ম্যাথ কোর্স এবং ল্যাবের Programming Skill তোমাকে এখানে অনেক সাহায্য করবে।


৪. Operation Research : Economics related এই ক্ষেত্রে একটা company কিভাবে পণ্য produce করলে, কোন পণ্য বাজারে ছাড়লে,কতগুলো পণ্য উৎপাদন করলে maximum profit হবে এবং উৎপাদন খরচ কম হবে, তা নিয়ে Mathematical analysis করে  । Mathematics এ তোমাকে Linear Programming, Non Linear Programming শেখানো হবে। BSc শেষ করার আগেই দেখবে কোম্পানিগুলো তোমার কাছে আসবে। কোম্পানিগুলো উৎপাদন -খরচ-লাভ-ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তোমার কাছে আসবে, If you be skillful.

৫. Computational Mathematics : বিষয়টি মূলত Mathematics এবং Programming এর সমন্বয়। Research করার এর জন্য খুব ভাল একটি Topics এটি।


৬. Computer Science: Mathematics এ তোমাকে programming lab করতে হবে। অনেকের CSE/IT তে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু যদি সেখানে ভর্তি হতে না পারো, তারা Mathematics এ BSc করতে পার। গণিতে BSc করার পর তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Computer Science এ MSc/Research করতে পারবে। প্রোগ্রামিং হিসাবে মূলত C Programming করানো হয়। কারণ প্রোগ্রামিং এর জগতে সি প্রোগ্রামিং কে বলা হয় Mother of Language । যার ফলে তুই programming এ নিজেকে এগিয়ে রাখতে পারবে।


৭. Pure Mathematics : Fuzzy mathematics, Group Theory, Ring Theory, Lie Algebra এমন পিওর গণিতের অনেক শাখা তোমার ভালো লেগে যেতে পার। সবচেয়ে বড় কথা World Top ranked University Pure Mathematics এ Research এর জন্য প্রচুর scholarship দেয়।


গণিতে ক্যারিয়ার 

Career Of Mathmatics 

গণিতে পড়ে জব, গনিতের ভবিষ্যত ,গণিতে ক্যারিয়ার, গনিতবিদদের চাহিদা কেমন,গণিতে চাকুরী, গণিতে অনার্স করলে ক্যারিয়ার এসব নানান বিষয়ে অনাগত শিক্ষার্থীদের মনে প্রশ্ন ঘুরপাক খায়। সংক্ষেপে জেনে নেওয়া যাক এসব বিষয়।


১. শিক্ষকতা:


গণিত বিষয়টি ক্লাস ওয়ান থেকে শুরু হয়ে ভার্সিটি লাইফ পর্যন্ত কাজে লাগে। তাই স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় শিক্ষকতার হওয়ার সুযোগ রয়েছে। শুধু প্রয়োজন দক্ষতা এবং ভালো রেজাল্ট।


 যদি তোমার অনার্সের রেজাল্ট ভাল হয়, তাহলে খুব সহজেই বিভিন্ন Government,Non Government University, College, School এ  শিক্ষকতা করতে পারবে।


তাছাড়া ইংলিশ মিডিয়াম স্কুল/ কলেজগুলোতেও গণিতের শিক্ষকদের চাহিদা খুব ভাল।

২. ব্যাংক:


বিভিন্ন ব্যাংক, Financial firm এখানেও তুমি জব করতে পার। বিভিন্ন সরকারি ব্যাংক জব এর পরীক্ষায় যেসব গণিত এসে থাকে, তা তোমার প্রায় সবই কভার হয়ে যাবে। সুতরাং খুব সহজেই ব্যাংক জবের জন্য তুমি প্রস্তুত হতে পারবে। এছাড়া সকল সরকারি পরীক্ষায় গণিত অংশ থাকে। তাই এক্ষেত্রে তুমি অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে।


৩. BCS:

আর BCS এর কথা যদি চিন্তা কর, এখানে গণিতে যা আসে তা হলো 9-10/ Intermediate এর ম্যাথ। যা তোমার জন্য কোন ব্যাপার ই না ৷ BCS পরিক্ষায় এর maths+ mental ability/IQ part এ তুমি পূর্ণ নম্বর সহজেই তুলতে পারবে।



Open secret : গণিতে পড়লে তোমাকে কখনোই Tution সংকটে পড়তে হবে না। চারদিক হতে শুধু Tution offer পেতেই থাকবে। গণিত বিভাগে ল্যাবে তোমার অন্য বিভাগের চেয়ে কম সময় ব্যয় হবে ফলে অন্য বিভাগের শিক্ষার্থীদের চেয়ে তুমি প্রচুর ফ্রি টাইম পাবে, যেটাকে তুমি Career Development এ কাজে লাগাতে পারবে।


পরিশেষে,

গণিতের প্রতি অসীম ভালবাসা না থাকলে বা গণিতকে হিমালয়ের মতো কঠিন মনে হলে গণিত বিভাগে পড়তে না আসাই ভালো। তবে তুমি এখানে একটু চেষ্টা করলে ভালো কিছু করতে পারো।


আরো সাবজেক্ট রিভিউ পডুন:


স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com

Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter