BUTEx Admission Circular 2021-2022 || বুটেক্স ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১-২২||Admission Fighter.

BUTEx Admission Circular 2021-2022

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এখানে ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য আলোচনাকরা হলো।।

এক পলকে প্রয়োজনীয় তারিখ সমূহ:

  • পরীক্ষার তারিখ:১২ আগস্ট।
  • আবেদন শুরু : ২২ জুন।
  • আবেদন শেষ : ২ জুলাই পর্যন্ত । 
  • আবেদন ফি : ১০০০ টাকা। 
  • এডমিট কার্ড ডাউনলোড:
  • সিটপ্লান প্রকাশ:
  • আবেদনের লিংক: এখানে


এই ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুটেক্স কর্তৃপক্ষ। এবারের ভর্তি পরীক্ষা ২০২১ সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল সে অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মানবণ্টন: ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা হবে। 

  • গণিতে ৬০
  • পদার্থে ৬০
  •  রসায়নে ৬০
  •  ইংরেজিতে ২০ নম্বর করে থাকছে।


স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃsaifulislamfahad.m@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।


Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter