মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২। (mbbs & dental admission test 2021-2022)
MBBS & BDS Admission Circular 2021-22
প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী ভাই ও বোনেরা।।তোমাদের জন্য একটি আনন্দের সংবাদ রয়েছে।।তা হলো বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।।(medical admission circular 2022 )
যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই ২০২১ বা ২০২০ সালে এইচএসসি ও তার পূর্বের তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে।।। জিপিএ যোগফল ৯.০০ (উপজাতিদের জন্য ৮.০০) হতে হবে।।এবং জীববিজ্ঞানে নূন্যতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে।(medical admission 2021-2022)
পরীক্ষা:
জীববিজ্ঞান (৩০), রসায়ন (২৫), পদার্থ (২০), ইংরেজি(১৫), সাধারন জ্ঞান( বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ-১০)।+ SSC*15+HSC*25.
(প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে)। (Medical Admission test 2022)
আবেদন শুরু:২৮ ফেব্রুয়ারি ২০২২
আবেদন শেষ:১০ মার্চ ২০২২
আবেদন ফি:১০০০৳
Admit Card Download:26-29 March 2022.
Exam Date: 1 April, Friday, 2022; 10:00 To 11:00 Am.
Apply Link: dgme.teletalk.com.bd
আপডেট: ৭ মার্চ বেলা ১২টা পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৩২ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনের শেষ তারিখ ১০ মার্চ।(medical admission circular 2020-21 bangladesh)
বিশেষ দ্রষ্টব্য: এবারের ভর্তি পরীক্ষা পরিপূর্ণ (ফুল) সিলেবাসেই হবে এবং পহেলা এপ্রিলেই হবে। (MBBS Admission Test 2022)
Comments
Post a Comment
Don:t Share Any Link