Begum Rokeya University Admission Circular A Unit 2022-2023 || Admission Fighter

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ৭৫ একর আয়তন বিশিষ্ট একটি সরকারি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার অংশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2022-2023 শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য প্রয়োজনীয় শর্তাবলী প্রকাশ করেছে।(Begum Rokeya University Admission 2022-2023)


Begum Rokeya University Admission 22-23


✂️ বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদে  ভর্তি তথ্য ২০২২-২০২৩

 

বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে অবশ্যই গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার A ইউনিটে অংশগ্রহণ করতে হবে। (gst admission test 2022-2023). 'A' ‌ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগ এবং এসব বিভাগে ভর্তির শর্তসমূহ:

 'A' ইউনিটে বা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে 'A' ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ : 

 

👉বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ:

 

🔆গণিত:  GST ভর্তি পরীক্ষায়  ভর্তি পরীক্ষায় গনিত বিষয়ে অংশগ্রহন আবশ্যক ।


🖥️কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং: GST ভর্তি পরীক্ষায়  ভর্তি পরীক্ষায় গনিত বিষয়ে অংশগ্রহন আবশ্যক ।


🔊ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্জিনিয়ারিং: GST ভর্তি পরীক্ষায়  ভর্তি পরীক্ষায় গনিত বিষয়ে অংশগ্রহন আবশ্যক ।

🔋রসায়ন: GST ভর্তি পরীক্ষায়  ভর্তি পরীক্ষায় গনিত বিষয়ে অংশগ্রহন আবশ্যক ।

📺পদার্থবিজ্ঞান: GST ভর্তি পরীক্ষায়  ভর্তি পরীক্ষায় গনিত বিষয়ে অংশগ্রহন আবশ্যক ।

📄পরিসংখ্যান: GST ভর্তি পরীক্ষায়  ভর্তি পরীক্ষায় গনিত বিষয়ে অংশগ্রহন আবশ্যক ।

🎏জীববিজ্ঞান অনুষদ:

 

🗾ভূগোল ও পরিবেশ বিজ্ঞান: নির্দিষ্ট কোন শর্ত নেই

🗾দূর্যোগ ও ব্যবস্থাপনা: নির্দিষ্ট কোন শর্ত নেই

 

 

বেরোবি ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩

‘B’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ‘A’ ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ : 

 

‘B’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান:  বিভাগে ভর্তির জন্য নির্দিষ্ট কোন শর্ত নেই


বি.দ্র. “C ইউনিট বা ব্যবসায় শিক্ষা শাখা হতে পরীক্ষা দিয়ে  কোনো পরীক্ষার্থী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ ভূক্ত কোনো বিষয়ে জন্য আবেদন করতে পারবে না । (GST BRU ADMISSION 2022-2023)

 

 

BRU Admission Test 2022-2023


গুচ্ছ ভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের

 ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

 

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • যশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়।

 



BRU Admission est 2022-2023

 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি

 

ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com

 


Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 ।। খুলনা বিশ্ববিদ্যালয় বিস্তারিত ভর্তি তথ্য ২০২৪-২০২৫ ।। Admission Fighter