বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২১-২০২২ (B&C Unit) || Admission Fighter

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২০২২

 বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগীয় শহরে কাছেই কীর্তনখোলা নদীর তীরে দপদপিয়া সেতুর পাদদেশে  অবস্থিত ৫৫ একর আয়তন বিশিষ্ট একটি সরকারি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার অংশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2021-2022 শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য প্রয়োজনীয় শর্তাবলী প্রকাশ করেছে।।



✂️ ববি A Unit এ ভর্তি তথ্য ২০২১-২০২২


গুচ্ছ ভর্তি পরীক্ষার 'B' ইউনিটে অংশগ্রহণ করে 'B' ইউনিটভূক্ত বিষয়সমূহে ভর্তির শর্তাবলী:


✂️কলা ও মানবিক অনুষদ:


1. বাংলা: GST ভর্তি পরীক্ষার বাংলা অংশে নূন্যতম ১০ পেতে হবে।।


2. ইংরেজি: GST ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে নূন্যতম ১৪ পেতে হবে।।


3. দর্শন: নির্দিষ্ট কোন শর্ত নেই।


4. গণযোগাযোগ ও সাংবাদিকতা: নির্দিষ্ট কোন শর্ত নেই।


5. ইতিহাস ও সভ্যতা: নির্দিষ্ট কোন শর্ত নেই।


✂️সামাজিক বিজ্ঞান অনুষদ:


  1. অর্থনীতি: উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় অর্থনীতি/উচ্চতর গণিত/পরিসংখ্যান থাকতে হবে।
  2. সমাজবিজ্ঞান: নির্দিষ্ট কোন শর্ত নেই।
  3. লোকপ্রশাসন: নির্দিষ্ট কোন শর্ত নেই।
  4. রাষ্ট্রবিজ্ঞান: নির্দিষ্ট কোন শর্ত নেই।


✂️আইন অনুষদ:


আইন: নির্দিষ্ট কোন শর্ত নেই।


'A’  ও  ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে 'B' ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ : 


১। ‘A’ ও ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত / পরিসংখ্যান / অর্থনীতি থাকতে হবে । 


২। ‘A’  ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৭ পেতে হবে ।


৩। ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৪ পেতে হবে ।


৪। ‘A’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ১০ পেতে হবে । 


৫। ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ৫ পেতে হবে । 


৬। উল্লেখ্য যে , যে সকল পরীক্ষার্থী ‘A’ ইউনিট এর ভর্তি পরীক্ষায় বাংলা / ইংরেজি বিষয় অংশগ্রহণ করবে না , তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা / ইংরেজি বিভাগ পেতে হলে উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ‘ A ’ গ্রেড পেতে হবে । 



BU Admission Circular 2021-2022





‘ C ’ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির শর্তসমূহ:


'C' ইউনিটভূক্ত বিষয়সমূহ হলো:


  • মার্কেটিং ।
  • ম্যানেজমেন্ট স্টাডিজ ।
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ।
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং ।


ভর্তির শর্তসমূহ: ‘ C ’ ইউনিটে পরীক্ষা দিয়ে 'C' ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগভিত্তিক কোন শর্ত নেই ।


‘A’ ও ‘B’ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ‘C’ ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ : ‘A’ ও ‘B’ মাধ্যমে 'C' ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত / পরিসংখ্যান / অর্থনীতি থাকতে হবে । 


BU Admission Circular 2021-2022

গুচ্ছ ভূক্ত (GST) বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
  2. খুলনা বিশ্ববিদ্যালয়।
  3. ইসলামী বিশ্ববিদ্যালয়।
  4. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
  5. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 
  6. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
  7. কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
  8. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
  9. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  10. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  11. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  12. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  13. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  14. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  15. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  16. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  17. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  18. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  19. কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  20. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  21. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়।


GST Admission Circular 2021-2022



স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ mdsaifulislamfahad.m@gmail.com

Comments

Most Viewed

চবি ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক মানবন্টন ও আসনসংখ্যা 24-25‌।। CU Admission Test 24-25।। Admission Fighter

CU Admission Circular 2024-2025||চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫||Admission Fighter

Khulna University Admission Circular 2024-2025 || খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ ||Admission Fighter